মানিকছড়িতে জাইকা’র আর্থিক সহায়তায় গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণ শুরু


প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২২, ৯:১৮ অপরাহ্ন / ৬৭৪
মানিকছড়িতে জাইকা’র আর্থিক সহায়তায় গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণ শুরু

 

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে জাইকা’র আর্থিক সহায়তায় গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে ই-কমার্স এন্ড ই-লার্নিং স্যানসিটাইজেশন বিষয়ক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫ দিনের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী।
৭ নভেম্বর-২০২২ খ্রি. সোমবার সমাজ কল্যাণ বিষয়ক উপজেলা স্থায়ী কমিটি এবং তথ্য আপা প্রকল্প, জাইকা’র আর্থিক সহায়তায় গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে ই-কমার্স এন্ড ই-লার্নিং স্যানসিটাইজেশন বিষয়ক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫ দিনের প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, সাথোয়াই মারমা।
বাস্তবায়নকারী দপ্তর সমাজ কল্যাণ বিষয়ক উপজেলা স্থায়ী কমিটি এবং তথ্য আপা প্রকল্পের আওতায় উপজেলা থেকে ২৪ জন প্রশিক্ষানার্থী অংশগ্রহণ করছেন এবং গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণ ৭-১২ তারিখ পর্যন্ত চলবে।
প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রেহান উদ্দীন, সহকারী প্রোগ্রামার, কামাল উদ্দীন চৌধুরী, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মানিকছড়ি সরকারি কলেজ ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা প্রমুখ।


There is no ads to display, Please add some