

এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সীরাতুন্নবী (সা.) এর মধ্যেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে নবীজীর জীবনাদর্শ অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্যিকার পরিবর্তন আসবে। রাসুলের জীবনাদর্শ ধারণ করতে পারলে জীবন আলোকিত হবে। আমাদের প্রত্যেককে সীরাত ও সুন্নাতকে নিজেদের জীবনে কার্যকর করার আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। ২৩ সেপ্টেম্বর-২০২৫ খ্রি. মঙ্গলবার দুপুরে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সদরের জিয়ানগরে প্রতিষ্ঠিত দারুল ইহ্সান মাদরাসায় আয়োজিত সীরাত সেমিনার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘প্রত্যন্ত জনপদের মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রনালায়ের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহায়তার করা হবে’। তাই, সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গরীব, অসহায় শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও সুবিধা বঞ্চিত মানুষদেরও চিকিৎসা ও আর্থিক সহায়তা করার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। মানিকছড়ি দারুল ইহ্সান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সীরাতুন্নবি (সা.) সেমিনারে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি, মাওলানা শামছুল হক, মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন’র সভাপতি মাওলানা আল আমিন ফরাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাজ্বী শরীয়ত উল্লাহ, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি শামিম হুসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান জামিল, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির মাহমুদ, মাওলানা আব্দুর রহিম ফারুকী, মাওলানা বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমূখ।

আপনার মতামত লিখুন :