[gtranslate]

মানিকছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন / ৬৪
মানিকছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

এম. জুলফিকার আলী ভুট্টো,
বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত। ১ নভেম্বর-২০২৫ খ্রি. শনিবার সকাল ১০ টায় মানিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন সমবায় অধিদপ্তরের মানিকছড়ির উদ্যোগে সারা দেশের ন্যায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে ৫৪ তম জাতীয় সমবায় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় সংগীতের পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে শোভা যাত্রার মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার সংগীতা ভৌমিক’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক এম. জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জহির রায়হান, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান ও অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আইউবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-তিনটহরী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মিতালী চৌধুরী, সিএনজি চালক ও মালিক সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মোহাম্মদ মোমিন মজুমদার, গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান চিংলাপ্রু মারমা ও দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সুইচিংপ্রু মারমা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদুল আলম ও উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সামিনা চৌধুরী, মানিকছড়ি উপজেলা কাঠ ও বাস লোড-আনলোড সমবায় সমিতির সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানের শেষ অংশে অত্র উপজেলার ৩ টি সমবায় সমিতিকে তাদের দৃষ্টান্তমূলক কার্যক্রমের উপর ক্রেস্ট এবং সম্মাননা পত্র প্রদান করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বলেন সমবায় শক্তি, সমবায় মুক্তি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে, চুম্বক বিষয়গুলি নিয়ে সমবায় সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য ইতিবাচক দিক নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। জে/এ