এম.জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের এসআইডি, সিএইচটি, ইউএনডিপি’র সহযোগিতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মানিকছড়ি উপজেলার তিনট্যহরীতে নির্মিতব্য কালেকশন পয়েন্ট পরিদর্শন করা হয়।
৬ নভেম্বর-২০২২ খ্রি. রবিবার সকাল ১০ টায় এসআইডি, সিএইচটি, ইউএনডিপি’র সহযোগিতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মানিকছড়ি উপজেলার তিনট্যহরীতে নির্মিতব্য কালেকশন পয়েন্ট পরিদর্শন করেন, ইউএনডিপি’র জাতীয় প্রকল্প ব্যবস্থাপক, সুপ্রদীপ চাকমা, এ সময়ে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ব্যবস্থাপক, প্রিয়তর চাকমা, ইউএনডিপি’র, উপজেলা ফেসিলিটেটর, অংক্যছেন মারমা এবং ইউএনডিপি’র, উপজেলা ফেসিলিটেটর, মো. সেলিম উদ্দিন প্রমুখ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লাসিভ ডেভলপমেন্ট ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় অর্থায়নে নির্মিত কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ৪নং তিনট্যহরী ইউনিয়নের কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) এ পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন, পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের, জেলা ব্যবস্থাপক, হ্লাচিমং মারমা, জেলা মার্কিটিং সমন্বয়কারী, সুমন ত্রিপুরা, প্রকল্পের, মাস্টার ট্রেইনার, অতুল চাকমা ও তরুণজয় ত্রিপুরা প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা সমন্বয়কারী, মংসানু মারমা, লক্ষীছড়ি উপজেলা সমন্বয়কারী, মংশেনু মারমা ও মানিকছড়ি উপজেলার সমন্বয়কারী, মুহাম্মদ ফরিদ-উজ-জামান স্বাধীন। মানিকছড়ি উপজেলার কৃষক সহায়কগণ-মো. সিরাজুল ইসলাম, মো. ফোরকান আলী, নিলুফার ইয়াসমিন, নাজমা বেগম, এম.জুলফিকার আলী ভূট্টো ও সাংবাদিক থোয়াইঅংপ্রু মারমা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লাসিভ ডেভলপমেন্ট ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় অর্থায়নে নির্মিত কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ৪নং তিনট্যহরী ইউনিয়নের কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) এর যাবতীয় কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিনিধিদল কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
এ/ মনি ২১
আপনার মতামত লিখুন :