প্রকৌশলী আব্দুল খালেক
জায়া পরিবার রেখে বাড়িঘর
থাকি এক দূরের দেশে
মায়ার টানে, মনে ও প্রাণে
আকুলতা এসে মেশে।
যদিও থাকে চোখের আড়ালে
মনের আড়ালে নয়
প্রিয়জনের মুখ দেখিলে এ বুক
মায়াতে জড়িয়ে রয়।
ব্যস্ততার মাঝে, সকালে ও সাঁঝে
মুখ গুলো পড়ে মনে
ব্যাকুলতা এসে অচিন আবেশে
জড়ায় মনের কোণে।
মায়ার বাঁধনে জড়িয়ে রাখে
পারি না যেতে দূরে
বাঁধন কাটিলে বিরহের ব্যথা
বাজে করুণ সুরে।
প্রকৌঃ আবদুল খালেক
সম্পাদক ও প্রকাশক : এ কে এম, ফজলুল হক মনোয়ার। সিনিয়র সহ-সম্পাদক: এম. এ রশীদ নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল। বার্তা সম্পাদক: এনামুল হক মনি। সাহিত্য সম্পাদক: সুবর্ণা দাস। ঠিকানাঃ গান্ধাইল/সোনামুখী বাজার,কাজিপুর, সিরাজগঞ্জ। মোবাইল: 01818514313/ 01740992321/01712385441
ই-পেপার