[gtranslate]

মারিশ্যা জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২:১৪ অপরাহ্ন / ৯৫
মারিশ্যা জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মহিউদ্দিন,
বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙামাটি বাঘাইছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় মারিশ্যা জোনে কনফারেন্স রুমে মারিশ্যা জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ অধিনায়ক মেজর শাহিন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বাঘাইছড়ি আনসার সিও রফিকুল ইসলাম ও বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির সহ ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও আঞ্চলিক দলের নেতা, হেডম্যান, কার্বারি, সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় জোন কমান্ডার বলেন, পাহাড়ী বাঙালীরা মিলে মিশে সম্প্রদায় সম্প্রীতি যাতে বজায় রাখা যায় এবং গুজবে কান না দিতে সবাইকে সজাক থাকতে হবে। কেউ সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান। জে/এ