মা
জিল্লুর রহমান জিল্লু
স্বার্থহীন একটা মানুষ গর্ভধারিণী মা
মায়ের সাথে অন্য কারো হয়না তুলনা।
দশমাস দশদিন গর্ভে ধরে কষ্ট করে মা
মায়ের কথা বড় হয়ে ভুলে যেওনা।
মায়ের বুকে স্বর্গীয় সুখ আর কোথাও নাই
সত্যিকারের ভালোবাসা মায়ের কাছে পাই।
জন্ম থেকে লালনপালন কাছে থাকেন যিনি
সন্তানেরে না খাইয়ে মুখে নেন না তিনি।
খোদার পরে মায়ের আসন মনে রেখো ভাই
মা জননী খুশি থাকলেই আল্লাহ খুশি তাই।
আপনার মতামত লিখুন :