মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটি’র প্রতিবাদ সভা


প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ন / ৪৮৪
মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটি’র প্রতিবাদ সভা

 

সুনামগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

নৌপুলিশের পুলিশ সুপার আব্দুলাহ আরেফের দুর্নীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে তার স্ত্রী ফারজানা আবেদীন কর্ক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেছারুল হক খোকনের ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবাদ সভা করেছেন দিরাই রিপোর্টার্স ইউনিটি ও স্থানীয় সাংবাদিকরা।

২ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা দিরাই থানা রোডস্থ জালাল সিটি সেন্টারে দ্বিতীয় তলায় দিরাই রিপোর্টার্স ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতির মোশাহিদ আহমেদ সরদারের সভাপতিত্বে হিল্লোল পুরকায়স্থের সঞ্চালনায়

এতে বক্তব্য রাখেন সাংবাদিক সামসুল ইসলাম খেজুর, জিয়াউর রহমান লিটন, সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, ইমরান হোসাইন, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, রুখনোজ্জামান জুহুরী, জাকারিয়া হোসেন জোসেফ, আক্তার সাদিক, জীবন সূত্রধর, দিপংকর বনিক দিপু, মুহিবুর রহমান, রুম্মান মিয়া, রবিনুর চৌধুরী প্রমুখ। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাতারের দাবি জানান বক্তারা।


There is no ads to display, Please add some