মুক্তাগাছায় শহর দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সভা


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ১০:০৭ অপরাহ্ন / ৩৪
মুক্তাগাছায় শহর দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সভা

মীর সবুর আহমেদ

ময়মনসিংহের মুক্তাগাছায় সকল দোকান প্রতিষ্ঠান সপ্তাহে দেড় দিন বন্ধ না রাখায় বৃহস্পতিবার রাতে আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল করেন দোকান কর্মচারীরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তাগাছা উপজেলার সকল দোকান প্রতিষ্ঠান সপ্তাহে দেড় দিন বন্ধ রাখার বিধান থাকলেও উপজেলার শহরস্থলে দোকান প্রতিষ্ঠান খোলা ছিল। তারই প্রতিবাদে গতকাল মুক্তাগাছার শহর দোকান কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল করেন দোকান কর্মচারীরা। মুক্তাগাছা পৌরসভা প্রাঙ্গণে আলোচনা শেষে প্রতিবাদ মিছিলটি জেলা পরিষদ ডাকবাংলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে বক্তারা বক্তব্য রাখেন। এসময় বক্তব্যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধি মালা ২০১৫ এবং সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তাগাছা উপজেলা সকল দোকান প্রতিষ্ঠান সপ্তাহে দেড় দিন বন্ধ রাখার বিধান বাস্তবায়নে মুক্তাগাছা উপজেলা এবং শহরস্থলে দোকান প্রতিষ্ঠান খোলা ছিল বলে জানান দোকান কর্মচারীবৃন্দরা। সেইসাথে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইকিং প্রচারণা চালানোর পরেও কেন দোকান মালিকরা আইন ভঙ্গ করে তার তিব্র নিন্দা প্রকাশ করে তারা। এসময় মুক্তাগাছার শহর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি লুকমান আলী, সাধারণ সম্পাদক প্রলয় দাস, সাংগঠনিক সম্পাদক কাউসার, হাসানুর রহমান উজ্জল, বাবু, রমজান’সহ উপজেলার প্রায় ১শত দোকান কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলার সকল দোকান প্রতিষ্ঠান সপ্তাহে দেড় দিন বন্ধ রাখার বিধান বাস্তবায়নে সচেতনতামূলক মাইকিং’সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দোকান কর্মচারীদের কথা বিবেচনা ও জারীকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।