শোভা রাণী বিশ্বাস
কিসের বড়াই করছো তুমি নেই জীবনের দাম,
মৃত্যু হলেই কেবা তোমার রাখবে মনে নাম।
বাস্তবতা অনেক কঠিন স্বপ্ন দেখার চেয়ে,
হওগো সুখী মনের থেকে ইচ্ছেমতো পেয়ে।
কারো মনে আঘাত দিয়ে ভোগ করো না সুখ,
দেখবে সে সুখ কান্না হয়ে আনবে ডেকে দুখ।
বিষের মত লাগবে তখন দিন যাপনের ক্ষণ,
চেষ্টা করেও ফিরবে কি আর সেই সে আপনজন?
অহংকারে পতন আনে সকল মানুষ জানে,
তারপরেও ক’জন বলো এই কথাটা মানে?
আমার আমার করছো যখন নয়ত তোমার কিছু,
সত্য এটাই, মৃত্যু সদাই ঘুরছে পিছু পিছু।
মৃত্যুভয়ে ভীত যে জন সে করে না পাপ,
সেজন জানে পাপ কখনও ছাড়বে নাতো বাপ।
থাকতে জীবন এসো ভালো কাজ করে যাই সবে,
মৃত্যু হলেও সবার মাঝে তবেই বেঁচে রবে।।
আপনার মতামত লিখুন :