ডেস্ক রিপোর্ট :
আবারও লিওনেল মেসির জাদুতে রঙিন হলো ইন্টার মায়ামি। দুই ম্যাচ বিরতির পর গোলের দেখা পাওয়া আর্জেন্টাইন মহাতারকা চার দিনের ব্যবধানে ফেরালেন সেই উজ্জ্বল ঝলক। রবিবার ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
পুরো ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে মায়ামি। ৬৩ শতাংশ বল দখলে রেখে তারা নিয়েছে ১৭টি শট, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অপরদিকে ডিসি ইউনাইটেড ১০টি শটের মধ্যে ৬টিই রেখেছিল মায়ামির গোলমুখে। ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। নিজেদের অর্ধ থেকে মেসির দেওয়া নিখুঁত দূরপাল্লার পাস ধরে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তাদেও আলেন্দে। মায়ামির জার্সিতে এটিই আর্জেন্টাইন মিডফিল্ডারের অষ্টম গোল।
দ্বিতীয়ার্ধে মেসির শো শুরু হয়। দারুণ নৈপুণ্যে দুটি গোল করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি। এছাড়া আলেন্দের গোলে অ্যাসিস্ট করে এমএলএসের চলতি মৌসুমে নিজের ১২তম অ্যাসিস্টের স্বাদ নেন এই বিশ্বকাপজয়ী তারকা।
শেষ দিকে যোগ করা সময়ে ক্রিস্টিয়ান বেনটেকে ও জ্যাকব মারেলের গোলে ব্যবধান কমিয়ে নাটকীয়তা ফেরায় ডিসি ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত মেসি-ডি পলদের আক্রমণ থামাতে ব্যর্থ হয় তারা।
মেসির এই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।






আপনার মতামত লিখুন :