মোবাইল ফোন নিয়ে বিরোধের জের, বগুড়ায় ভাইয়ের হাতে ভাই খুন


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন / ৪০
মোবাইল ফোন নিয়ে বিরোধের জের, বগুড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়ার গাবতলীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে মোবাস্বীর হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন অভিযুক্ত নাবিল হোসেনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী উপজেলার নারুয়ামালা নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত মোবাস্বীর হোসেন ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং গাবতলী আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। আর সেলিম হোসেনের ছেলে অভিযুক্ত নাবিল। সম্পর্কে তারা চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ঘটনার দিন মোবাস্বীর বড় ভাই নাবিলের মোবাইল না বলে নিয়ে খেলছিল। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো একটি চাকু দিয়ে মোবাস্বীরকে জবাই করে হত্যা করে নাবিল। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ গিয়ে নাবিলকে থানায় নিয়ে আসে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, নাবিল তার চাচাতো ছোট ভাই মোবাস্বীরকে জবাই করে হত্যা করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।