মোহনপুরে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন / ২০
মোহনপুরে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী-

পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ রাখুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টায় দিকে বড়ইকুড়িগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো: আতোয়ার রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃসঈদ আলী রেজা, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. হুমায়ন কবির সবুজ টিকা প্রদান কর্মসূচি ১ অক্টোবর মঙ্গলবার শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চলবে। আলোচনা শেষে অতিথিরা অনুষ্ঠানে নিয়ে আসা প্রান্তিক কৃষকদের ছাগল ও ভেড়াকে টিকা দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন”