যমুনা উপজেলার দাবীতে মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১:০৫ অপরাহ্ন / ৭৭
যমুনা উপজেলার দাবীতে মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনামুল হকঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা অধ্যুষিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষে মিছিল শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার গাজিপুরের কোনাবাড়ির কুদ্দুস নগর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকা ও তার আশপাশে কর্মজীবি কাজিপুরের জনগণ এই সভায় অংশ নেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ।

এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী সুমন মিয়া, প্রকৌশলী সোহাগ, জুলফিকার আলী, হেলাল উদ্দিন খাঁ, আলতাফ হোসেন, লাল মিয়া,এলডব্লিউ রাসেল, রবিউল হাসান কবির,সবুজ মিয়া প্রমূখ।মতবিনিময় সভায় প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তাদের প্রাণের দাবী কাজিপুরের যমুনা দ্বারা বিভক্ত ছয় ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামের একটি উপজেলা গঠন।বৈষম্যের শিকার এই তল্লাটের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে আলাদা উপজেলা গঠনের কোন বিকল্প নেই বলে বক্তাগণ মত প্রকাশ করেন এবং এর বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের শুরুতে  ব্যানার ও ফেস্টুন হাতে‘ যমুনা’ উপজেলা চাই’ স্লোগানসহ একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।


There is no ads to display, Please add some