[gtranslate]

যমুনা উপজেলা চেয়ে গণসংযোগ- জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১:১৭ অপরাহ্ন / ১৬৭
যমুনা উপজেলা চেয়ে গণসংযোগ- জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া

আবদুল জলিল/ এনামুল হকঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা চরে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা গঠনের দাবী বছর পেরিয়ে গেছে। এরইমধ্যে এ সংক্রান্ত পত্র সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পৌঁছেছে।এর মাধ্যমে আশায় বুক বাঁধছে চরাঞ্চলের পৌণে দুই লাখ মানুষ। এবার তারা ছয়টি ইউনিয়নে ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে “যমুনা উপজেলা বাস্তবায়ন চাই” —এই মূল স্লোগানকে সামনে রেখে সম্প্রতি মাঠে, ঘাটে ও হাটে একের পর এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

জনগণের অকৃত্রিম অংশগ্রহণে এই প্রোগ্রামগুলো রূপ নিচ্ছে এক ঐতিহাসিক জনজাগরণে।এই গণসংযোগে উপস্থিত ছিলেন—সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, রবিউল হাসান সেলিম, ইঞ্জিনিয়ার সোহাগ রানা, সাইফুল্লাহ গালিব সহ এলাকার তরুণ ও প্রবীণ সমাজের অসংখ্য সচেতন মানুষ।এসময় সবার কণ্ঠের স্লোগান ছিলো–“ছয় ইউনিয়নের এক চাওয়া যমুনা হবে নতুন উপজেলা। ”

বক্তারা তুলে ধরেন, যমুনার পূর্ব পাড়ের ছয় ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক বঞ্চনার শিকার। নৌপথ নির্ভর ভৌগোলিক দূরত্ব, যোগাযোগের জটিলতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে করেছে কষ্টকর।

্এ্ই  আন্দোলনের শুরু স্বপ্নদ্রষ্টাদের অন্যতম প্রকৌশলী ফরিদুল ইসলাম  বলেন, যমুনা উপজেলা গঠন হলে  একদিকে যেমন প্রশাসনিক সেবা হাতের নাগালে আসবে    তেমনি স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হবে ।  চরবাসী  শত বছরের অবহেলা থেকে মুক্তি  মিলবে। গতি  ্এবং বৈচিত্র্য আসবে মানুষের জীবনে।

গণসংযোগ চলাকালে সাধারণ মানুষ হাত উঁচু করে তাদের সমর্থন জানান—“আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য, আমাদের নিজের অস্তিত্বের জন্য—যমুনা উপজেলা চাই!”

এই কর্মসূচির মাধ্যমে আবারও স্পষ্ট হলো— যমুনার পূর্ব তীরের মানুষ আর অবহেলার অন্ধকারে থাকতে চায় না; তারা ঐক্যবদ্ধ, দৃঢ় এবং সচেতন— তাদের দাবি একটাই: যমুনা উপজেলা বাস্তবায়ন হোক, এখনই হোক! সময়ের সেবা দাবী বঞ্চিত চরবাসীর চাওয়ার প্রতি সরকার সদয় হবেন –এমনটিই প্রত্যাশা সবার।

এ/জে