[gtranslate]

যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে তিন ইউনিয়নবাসীর বিক্ষোভ সমাবেশ


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন / ১১৪
যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে তিন ইউনিয়নবাসীর বিক্ষোভ সমাবেশ

 নাবিউর রহমান চয়ন/ মুকুল হোসেনঃ

সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ এর  অন্তর্গত রতনকান্দি, শুভগাছা ও গান্ধাইল ইউনিয়নের কয়েকশ মানুষ যমুনা থেকে অবৈধভাবে বালু  উত্তোলনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ করেছেন। গত রবিবার সন্ধ্যায়   সিরাজগঞ্জ সদরের রতনকান্দি হাটে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মশিউর রহমান লিটন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যমুনার ভাঙন তান্ডবের শিকার জনগোষ্ঠীর পক্ষে আবু হাসান, জাহাঙ্গীর আলম তারেক, ইমরান হোসেন ইমন, রুহুল আমিন, শাহ আলম মাস্টার, আল আমিন, আক্তারুজ্জামান প্রমূখ। বক্তারা অবিলম্বে ইজারা বহির্ভূতভাবে যমুনার বিভিন্ন পয়েন্ট থেকে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন বন্ধের আহবান জানিয়েছেন। তারা বলেন, এক জায়গায় ইজারা নিয়ে  শর্ত ভঙ্গ করে যমুনার নানা স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। একইসাথে অনেক চর কেটেও সাবাড় করা হচ্ছে। এতে করে যমুনার স্রোতের গতিপথ পরিবর্তন হয়ে মাঝে মাঝে ডানতীরে এসে আঘাত হানছে। ফলে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এমনিভাবে চলতে থাকলে নদীতীর রক্ষা প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হবে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের যমুনাপাড়ের ছয় ইউনিয়নের কয়েক হাজার মানুষ। তাই দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামান করেছেন তারা। বক্তারা আরও বলেন, এই দাবী না মানলে পরবর্তীতে জেলা প্রশাসকের নিকটে স্মারকলিপি প্রদানসহ  মানবন্ধনের মতো সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করা হবে যেখানে হাজার হাজার মানুষ অংশ নেবেন।

এ/জে