যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করায় ৬ জেলেকে জরিমানা ও জাল পুড়িয়ে ধ্বংস।


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ২:৩৭ অপরাহ্ন / ৩৯৩
যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করায় ৬ জেলেকে জরিমানা ও জাল পুড়িয়ে ধ্বংস।

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের যমুনা নদীতে সদর অংশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ মাছ শিকার করায় ৬ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে এবং সেই সাথে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ৬ জন জেলে, ১ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ জাল ও ৬ কেজি ইলিশ মাছ আটক করা হয়।

বৃহস্পতিবার ভোর ৪.৫০ মিনিট হতে দুপুর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২এর ২১তম দিনে উক্ত অভিযান পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এবং টিম নৌ-পুলিশ সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ জেলা কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান স্যার ও জনাব এস, এম আবুল বাসার, সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা উক্ত অভিযানে যোগদান করেন।

পরবর্তীতে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট জনাব এস. এম রকিবুল হাসান মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৬ জনের মধ্যে ৪ জনকে ১৫০০ টাকা করে এবং ২ জনকে ১০০০ টাকা করে সর্বমোট ৮০০০ টাকা জরিমানা করেন।

এ সময় আটককৃত ১ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ এবং ইলিশ মাছ সিরাজগঞ্জ পাওয়ার হাউজ লিল্লাহ বোডিং এ বিতরণ করা হয়।
উক্ত অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, লিফ মোঃ আঃ লতিফ এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ মাইদুল ইসলাম ও তাঁর টিম।