যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ নজরুল


প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৪, ৯:৪০ অপরাহ্ন / ২১
যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ নজরুল

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে অধ্যাপক আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা হিসাবে ড. মুহাম্মদ ইউনূস ২৭ টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। এছাড়া, মো. নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের সদস্যদের শপথ পাঠ করান।

আসিফ নজরুলের জন্ম ১২ জানুয়ারি ১৯৬৬। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি এক সময়ের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।