মোঃ মাসুদ রানা রাশেদ, রংপুর
রংপুরে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আঞ্চলিক পর্যায়ের সাংবাদিক সমিতি এবং সম্পাদক ফোরামের প্রতিনিধিবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় আরডিআরএস সভাকক্ষ রংপুরের এনএনএমসি ফাউন্ডেশন রংপুরের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ কার্যক্রমে সহায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জনসংযোগ দপ্তর প্রশাসক ও অধ্যাপক প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ড। এছাড়াও সহায়ক ছিলেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম দিনাজপুরের সভাপতি ও সিনিয়র সাংবাদিক চিত্ত ঘোষ, জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের সভাপতি ও সিনিয়র সাংবাদিক তোরাব মানিক। শুভ উদ্বোধন করেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম রংপুরের সম্পাদক পার্থ বোস। বক্তব্য রাখেন এনএনএমসি ফাউন্ডেশন রংপুরের সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, এনএনএমসি ফাউন্ডেশন রংপুর সদরের উজ্জ্বল চক্রবতী, সাংবাদিক সুশান্ত ভৌমিক, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবার রহমান হাবু, চিত্ত ঘোষ প্রমুখ। এ সময় এনএনএমসি ফাউন্ডেশন রংপুরের ভারপ্রাপ্ত সভাপতি মনিনাল দাস, দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, দ্য ডেইলী স্টার লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়, একাত্তর টেলিভিশন লালমনিরহাট প্রতিনিধি উত্তম রায়, বৈশাখী টেলিভিশন লালমনিরহাট প্রতিনিধি তৌহিদুর রহমান লিটন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ ৬টি (রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী) জেলার সাংবাদিকবৃন্দসহ ৬০জন এ সংলাপে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :