রংপুরে বর্ষীয়ান কবি প্রয়াত নূরুল ইসলাম কাব্যবিনোদের জন্মদিন পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ১১:৫০ অপরাহ্ন / ৪০৫
রংপুরে বর্ষীয়ান কবি প্রয়াত নূরুল ইসলাম কাব্যবিনোদের জন্মদিন পালিত

 

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর তথা উত্তরবঙ্গের বর্ষীয়ান কবি প্রয়াত কবি নূরুল ইসলাম কাব্যবিনোদ এঁর ১১৫ তম জন্মদিন গতকাল মঙ্গলবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে সংগঠনের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নূরুল ইসলাম কাব্যবিনোদের জীবনবৃত্তান্ত নিয়ে অলোচনা করেন
কবি বাদল রহমান, ছান্দসিক এর সাবেক সাধারণ সম্পাদক ব্রজ গোপাল রায়, ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবু, কবি ও গীতিকার সওদা খানম মিনু, সহ সভাপতি আসহাদুজ্জামান মিলন, ফিরেদেখা সম্পাদক সাকিল মাসুদ, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ, রংপুর বেতারের গীতিকার বেলায়েত হোসেন, তারুণ্যের পদাবলী সম্পাদক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, সংগঠনের সাহিত্য সম্পাদক সেলিনা সাত্তার শেলী, সাংগঠনিক সম্পাদক, শ্রাবণ বাঙালী, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শাপলা, সুচনা জামান, লেখক ও সাংবাদিক শাহ আলম, জিয়াউল আলম ফারুকী, মিনার বসুনিয়া, অর্থ সম্পাদক আতাউর রহমান তুহিন, ছোট্ট শিশু আসফি বিনতে জামান, ফারিহান ইবনে জামান।
জন্মদিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন।


There is no ads to display, Please add some