রংপুরে ভুয়া প্রিজাইডিং অফিসার আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২২, ৮:৫২ অপরাহ্ন / ৪১৭
রংপুরে ভুয়া প্রিজাইডিং অফিসার আটক

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের একদিন আগে লালটু নামে এক ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। আটক লালটু মিয়ার বাড়ি ঝিনাইদহ বলে জানা গেছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ এর কাছে পরিচয়। সেই সাথে ভোটে সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। লালটু মিয়াকে সন্দেহ হলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশের পাতানো ফাঁদে পা দিয়ে লালটু মিয়া স্বশরীরে টাকা নিতে গেলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দেওয়া লালটু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান ঢাকা মেইলকে জানান, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিকভাবে ওই ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করি। জিজ্ঞাসাবাদ চলছে।