রংপুরে মাদ্রাসার শিশুকে বলাৎকারের পরে হত্যা; শিক্ষকসহ গ্রেফতার ২


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন / ১৫
রংপুরে মাদ্রাসার শিশুকে বলাৎকারের পরে হত্যা; শিক্ষকসহ গ্রেফতার ২

রিয়াজুল হক সাগর,
রংপুর অফিস-

রংপুর নগরীর গনেশপুর এলাকার বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের পরে হত্যা করা হয়েছে।পুলিশ এই ঘটনায় এক শিক্ষক ও এক ছাত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। বলাৎকার ও হত্যার অভিযোগ এনে শিশুটির বাবা মোট্রপলিটন কোতয়ালী থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বজরুক ঝালাই গ্রামের কাঠমিস্ত্রী মনোয়ার হোসেন ভুট্টুর ছেলে সিয়াম(১০)ওই মাদ্রাসায় নাজেরা পড়ত। চলতি বছরের ৭ নভেম্বর সিয়াম ওই মাদ্রাসায় ভর্তি হয়। হস্পতিবার মাগরিবের নামাজের সময় অন্যান্য শিক্ষার্থীরা নামাজ পড়তে এলেও সিয়াম আসেনি। খোঁজা খুঁজির পরে রাত ৯ টার দিকে মাদ্রসার তৃতীয় তলার একটি কক্ষে সিয়ামের লাশ পাওয়া যায়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে বলাৎকারের পরে হত্যা করা হয়েছে।

পুলিশ আব্দুর রহমান নামে এক শিক্ষক ও মোকলেছ নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে। মেট্রোপটিন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় সিয়ামের বাবা মনোয়ার হোসেন ভুট্টু থানায় একটি মামলা দায়ের করেছেন। দুই আসামীকে গ্রেফতারকরা হয়েছে। মাদ্রাসার সম্পাদক সাইফুল ইসলাম বলেন এমন ঘৃণ্য কাজের সাথে যারা জড়িত তাদের দ্রুত শাস্তি দাবি করছি।