পলাশ হোসেন, রংপুর ঃ
রংপুর জজকোর্টে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে আজ বৃহস্পতিবার। বিকেল ৩টায় রংপুর জজকোর্ট প্রাঙ্গণে প্রস্তুতকৃত খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্ধোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের জেলা জজ মোঃ শহিদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১এর বিচারক মোঃ মোস্তফা কামাল ও চীফ জুডিশিয়াল আদালতের বিচারকবৃন্দ সহ জেলা জজ আদালতের পিপি, রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ হক প্রামাণিক এবং জেলা আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে রংপুর জেলা জজ মোঃ শহিদুল ইসলাম বলেন রংপুর আইনজীবী সমিতির এই ব্যাতিক্রমি আয়োজনে আইনজীবীদের মাঝে সম্প্রীতি বাড়বে, সার্বক্ষনিক আইন পেশায় নিয়োজিত থেকে একঘেয়ে হয়ে উঠার বিরক্তিকর মনোভাব ঝেড়ে মন ও শরীর প্রফুল্লতায় ভরে উঠবে। এই মিনি ফুটবল টুর্নামেন্টে ছয়টি দল প্রতিযোগিতা করছে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করেন আইনজীবী সমিতির যমুনা ও মেঘনা একাদশ। উক্ত খেলায় যমুনা একাদশ মেঘনা একাদশ কে ২-১ গোলে পরাজিত করে। পরের ম্যাচে আগামী রবিবার আইনজীবী সমিতির তিস্তা ও ধরলা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে।
আপনার মতামত লিখুন :