রংপুর সিটি করপোরেশন ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রতারণা ও বালু উত্তোলন মামলায় গ্রেফতার


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২২, ১০:১২ অপরাহ্ন / ৪০৫
রংপুর সিটি করপোরেশন ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রতারণা ও বালু উত্তোলন মামলায় গ্রেফতার

 

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
প্রতারণা ও বালু উত্তোলন মামলায় রংপুর সিটি করপোরেশন (রসিক) ১১নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন লুতু (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি নগরীর হাজিরহাট কামদেবপুর এলাকার মৃত মজিবুর রহমানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজিরহাট মেট্রোপলিটন থানার ওসি রাজিব বসুনিয়া। তিনি জানান, সোমবার সকালে দুইটি গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে ।
তিনি জানান, {রসিক{ সিটি করপোরেশনে অটো রিকশার লাইসেন্স দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছে কাউন্সিলর লুতু টাকা নিয়েছিলেন। পরবর্তিতে লাইসেন্স দিতে না পারায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের মামলা ছিল। দুটি মামলাই এবছর করা হয়। যার জিআর নং-০৪/২২ ও জিআর নং-৭১/২২। দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।