নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-
হযরত শীষ (আ:) ও হুরে জান্নাত (আ:) প্রসঙ্গ : আহলে বায়াত শীর্ষক মিলাদ মাহফিল, আলোচনা সভা, খতমে খাজেগান ও ফাতেহা শরীফ সাময়িকী সূফিকথা’র ব্যবস্থানার গত ২০ জুন-২০২৪ বৃহস্পতিবার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের মরহুম সামশুল আলমের বাসভবনে বাদে আসর হতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফের শাহজাদা সৈয়দ রহমান মিয়া আল হারবাংগীরি আল মাইজভান্ডারী (ম: জি : আ:)। জলীলিয়া রহমানিয়া দরবার শরীফের শাহজাদা সৈয়দ মাওলানা মোহাম্মদ সারোয়ার আজম (ম: জি: আ:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের খলীফা, লেখক মুফতি মাওলানা ছালেহ সূফিয়ান ফরহাদাবাদী।
রাউজান প্রেসক্লাব’র সদস্য, লেখক নুর মোহাম্মদ ও ডা. সুপন বিশ্বাসের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদীয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ, দরবারে রহমানিয়ার শেখ নজর মোহাম্মদ মজ্ঞিলের শেখ আহম্মদ নূর ছিদ্দিকী আজাদ হানফী মাইজভান্ডারী।সাদিয়া গ্রুপের চেয়ারম্যান এস.এম নুরুল আমিন, সমাজ সেবক এম. এ রহিম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম উদ্দিন, সমাজ সেবক নূর আহমদ শাহ মাইজভান্ডারী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজ সেবক মোহাম্মদ জেবর মুল্লুক, ডা. মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আবদুস শুক্কুর সওদাগর, মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আারাফাত ইসলাম, রফিকুল ইসলাম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রাকিবুল ইসলাম, নুরুল আলম ইয়াছিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন হযরত শীষ (আ:) ছিলেন বিশেষ অনেক গুণে গুণান্বিত একজন নবী। তিনি পৃথিবীর প্রথম নবী ও মানব হযরত আদম (আ:) এর সন্তান। মহান আল্লাহ তায়ালার রহমতে তাহার ৯১২ বছর হায়াতে জিন্দেগীতে বেহেশতি হুরের সাথে তাহার এক সময় শাদী হয়। এটি বিরল ইতিহাস।
আপনার মতামত লিখুন :