রাঙ্গামাটিতে ২৪ টি পোর্টফোলিও ওয়েবসাইট কার্যক্রম উদ্বোধন করলেন পাচউবো চেয়ারম্যান —— নিখিল কুমার চাকমা


প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ৮:০০ অপরাহ্ন / ৬৮৬
রাঙ্গামাটিতে ২৪ টি পোর্টফোলিও ওয়েবসাইট কার্যক্রম উদ্বোধন করলেন পাচউবো চেয়ারম্যান  —— নিখিল কুমার চাকমা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা পতিনিধি-

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ প্রকল্প”এর আওতায়”পেশাদার ফ্রিল্যান্সারদের ২৪টি পোর্টফোলিও ওয়েবসাইট কার্যক্রম শুভ-উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি ল্যাব প্রধান কার্যালয় উদ্বোধনের সময়ে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বোর্ডের সন্মানিত ভাইস-চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন(যুগ্ম-সচিব) জনাব ইফতেখার আহমেদ, সদস্য-পরিকল্পনা(উপ-সচিব) মোঃ জসীম উদ্দিন, সদস্য-বাস্তবায়ন(উপ-সচিব) জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ, উপপরিচালক জনাব মংছেনলাইন রাখাইন, প্রশিক্ষকবৃন্দসহ সকল প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some