নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাজবাড়ী ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সাকিনস্থ (পুড়াভিটা) রোজি (৪০) স্বামী আরিফ কাজীর বাড়ির সামনের বারান্দার উপর থেকে হেরোইন বিক্রিকালে মাদক কারবারি বিথি বেগম (৪৪) কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
রাজবাড়ীর ডিবি সূত্রে জানান, ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ০৭:২০ ঘটিকার সময়ের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ’র নির্দেশে মোহাম্মদ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এস আই মো. হাসানুর রহমান’র নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া (পুড়াভিটা) গ্রামের নুরু নবীর মেয়ে ও আব্বাস মোল্লার স্ত্রী বিথি বেগম (৪৪) কে পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং মাদক দ্রব্য বিক্রির নগদ সর্বমোট ২,৩০০/-( দুই হাজার তিনশত) টাকাসহ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেন।
উদ্ধারকৃত হেরোইনের ওজন ৪,৫ (চার দশমিক পাঁচ) গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য ১৩,৫০০/-(তের হাজার পাঁচশত) টাকাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরও দুটি মামলার তথ্য পাওয়া যায়। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :