[gtranslate]

রাজশাহী রেঞ্জ ডিআইজি কর্তৃক মান্দা সার্কেল অফিস দ্বিবার্ষিক পরিদর্শন এবং বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন / ৯২
রাজশাহী রেঞ্জ ডিআইজি কর্তৃক মান্দা সার্কেল অফিস দ্বিবার্ষিক পরিদর্শন এবং বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

(২৮ সেপ্টেম্বর শনিবার) রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি মান্দা সার্কেল অফিস দ্বিবার্ষিক পরিদর্শন এবং বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল এবং অফিসার ইনচার্জ মান্দা থানা উপস্থিত ছিলেন।

এ সময় ডিআইজি মহোদয় সার্কেল অফিসে রক্ষিত সকল রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন এবং সংশ্লিষ্ট সকলকে নিয় তান্ত্রিকভাবে সকল রেজিস্টার সংরক্ষণের নির্দেশনা প্রদান করেন।

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপের প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থার খোঁজ নিতে তিনি বেশ কয়েকটি পুজামন্ডপ সরেজমিন পরিদর্শন করেন। বিভিন্ন পূজামন্ডপের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন।

এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।