[gtranslate]

রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি পদে আজগর ও আইয়ুব চৌধুরী 


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ১০:০৮ অপরাহ্ন / ৭৩
রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি পদে আজগর ও আইয়ুব চৌধুরী 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি- 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজস্থলী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে পুরো সাংবাদিক মহলে ফিরে এসেছে নতুন প্রাণ চাঞ্চল্য, উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রাজস্থলীর সংবাদকর্মীদের মাঝে। আগামী শনিবার (২৫ অক্টোবর) রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, প্রার্থী তালিকা প্রকাশসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-মো  আজগর আলী খান, ও মো. আইয়ুব চৌধুরী এ ছাড়া সাধারণ সম্পাদক পদে লড়ছেন-মো. হাবীবুল্লাহ মেজবাহ ও মো. সুমন খান। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ জন। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনারের বক্তব্য-রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার মো. শাহরিয়ার বিশ্বাস বলেন, “দীর্ঘদিন পর সাংবাদিক সমাজে গণতান্ত্রিক চর্চার এই পুনরুজ্জীবন আমাদের সবার জন্য আনন্দের। আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” প্রবীণ সাংবাদিকের মন্তব্য: প্রেস ক্লাবের সহ-সভাপতি চাইথোয়াইমং মারমা বলেন, “দীর্ঘ ১৫ বছর পর প্রেস ক্লাবে নির্বাচন হওয়া সত্যিই ঐতিহাসিক ঘটনা। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজস্থলীর সাংবাদিকতা আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।” উল্লেখ্য যে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এই নির্বাচন রাজস্থলীর সাংবাদিক সমাজে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় সংবাদকর্মীরা বলছেন,“এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের নয়, বরং রাজস্থলীতে মুক্ত সাংবাদিকতার নতুন সূচনার বার্তা।”