মোঃ মোজাম্মেল হোসাইন,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি-
খাগড়াছড়ির রামগড় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সাত দিনব্যাপী নানান কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস।
বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।
শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) প্রনব কুমার সরকার জানান, “ভরবো মাছে মোদের দেশ ,গড়বো স্মার্ট বাংলাদেশ “এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ৩০ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
আমাদের গৃহীত কর্মসূচীতে রয়েছে, মৎস্য সপ্তাহের ব্যাপক প্রচারনা, উদ্বোধনী অনুষ্ঠান, সড়ক র্যালী, আলোচনা সভা, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান, পোনা অবমুক্তকরণ, পুকুর জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুনাগুন পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান, মৎস্য ক্ষেত্রে সরকারের উন্নয়নের প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ নানান কর্মসূচী।
আপনার মতামত লিখুন :