মোঃ মোজাম্মেল হোসাইন,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি-
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২০ মার্চ) ১৯ রমজান রামগড় উপজেলা শাখার আয়োজনে রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর খাগড়াছড়ির জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন।
এ ছাড়াও বাংলাদেশ জামায়াতের ইসলামী খাগড়াছড়ি জেলার সহ সাধারণ সম্পাদক মো: ইউসুফসহ উপজেলার জামায়াত ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এতে রামগড় উপজেলা শাখার আমীর মো. ফয়জুর রহমান সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারী মো. আনোয়ার হোসেন।
আপনার মতামত লিখুন :