রামগড়ে নবনির্মিত কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত প্রধান শিক্ষকে সংবর্ধনা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৩, ১০:২৭ অপরাহ্ন / ৬৭৭
রামগড়ে নবনির্মিত কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত প্রধান শিক্ষকে সংবর্ধনা

মোঃ মোজাম্মেল হোসাইন
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিত কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল কাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।বিদ্যালয়  পরিচালনা কমিটি, ছাত্র, অভিভাবক ও এলাকাবসীর পক্ষ থেকে বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি) স্কুলে এ  সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন মজুমদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল। নব নিযুক্ত প্রধান শিক্ষক মো: আবদুল কাদেরকে অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সন্মাননা দেয়া হয় এবং বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে  ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ইমাম হোসেন বাবুল,মো: খলিলুর রহমান,মো: ইউছুফ,মো: মহিউদ্দিন,অখিল ত্রিপুরা,মো: রমজান আলী,মো: আনোয়ার হোসেন,মো: ফাহাদ,মো: সাইফুল ইসলাম রবিন,মো: আরমান।এছাড়া বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।গত ২৭ অক্টোবর খাগড়াছড়ি জেলার সাবেক জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এই বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


There is no ads to display, Please add some