রামগড়ে নবাগত ডিসির মতবিনিময় সভায় নতুন ইউনিয়ন দাবি


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২২, ১১:০৮ অপরাহ্ন / ৪৭৪
রামগড়ে নবাগত ডিসির মতবিনিময় সভায় নতুন ইউনিয়ন দাবি

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ই ডিসেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় জনপ্রতিনিধিরা নতুন একটি ইউনিয়ন প্রতিষ্ঠার দাবি জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি,পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান,পাতাছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রুইম্রুচাই কারবারি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান,সাংবাদিক নিজাম উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃইলিয়াস,কৃষি কর্মকর্তার মোঃ রাশেদ চৌধুরী,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ বিএম মোজাম্মেল হক প্রমূখ। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং রামগড়ের উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন।স্থানীয়দের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকের নিকট রামগড়ে নতুন একটি ইউনিয়ন প্রতিষ্ঠার দাবি এবং উপজেলায় শিক্ষা,চিকিৎসা,যাতায়াত,পর্যটন, ও ফ্রুট প্রসেসিং খাতে উন্নয়নের জন্য সহযোগিতা প্রত্যাশা করা হয় প্রতিনিধিদের বৈঠকে। জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন স্থাপনা বিজিবি স্মৃতিস্তম্ভ, স্থলবন্দর, থানা, সরকারি উচ্চ বিদ্যালয়, গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা, আশ্রয়ণ প্রকল্প, এসডিও বাংলোয় নির্মাণাধীন শিশু কানন পরিদর্শন করেন।এসময় রামগড় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some