মোঃ মোজাম্মেল হোসাইন,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি-
রামগড়ে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার (২০ মার্চ) রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।এসময় খাগড়াবিল এলাকার আব্দুর রব ভূঁইয়ার ছেলে মো. হানিফ (৫৪) এবং নজির টিলা এলাকার আবুল কাশেমের ছেলে আমিনুল ইসলাম (৫২) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, অবৈধ ভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনে জড়িতদের কোন রকম ছাড় দেওয়া হবে না। অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :