র‌ামগ‌ড়ে যায়যায়‌দিন প‌ত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


প্রকাশের সময় : জুন ৭, ২০২৪, ৫:২২ অপরাহ্ন / ১৩৭
র‌ামগ‌ড়ে যায়যায়‌দিন প‌ত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ মোজাম্মেল হোসাইন,
খাগড়াছ‌ড়ি জেলা প্রতিনিধি-

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন উৎসব মূখর পরিবেশে পাঠক‌ প্রিয় বহুল প্রচা‌রিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

রামগড় উপ‌জেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হোসাইনের সভাপতিত্বে শুক্রবার (৭ জুন) সকাল ১১ টায় রামগড় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প‌ত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ‌কেক কাটা ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলায় পরিষদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।‌ বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ই‌ত্তেফাক প্র‌তি‌নি‌ধি মো. নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্র‌তি‌নি‌ধি মো. নিজাম উদ্দিন, রামগড় রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সভাপ‌তি ও‌ শিক্ষক মো. বাহার উ‌দ্দিন, সি‌নিয়র সাংবা‌দিক অরন‌্যবার্তার রামগড় ব‌্যু‌রো প্রধান শুভা‌শিষ দাশ।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম রামগড়ের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সঞ্চালনা করেন রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সাধারণ সম্পাদক ও ইন‌কিলাব প্র‌তি‌নি‌ধি রতন বৈষ্ণব ত্রিপুরা। এছাড়াও সা‌বেক পৌর কাউ‌ন্সিলর বিষ্ণু দত্ত, সাংবা‌দিক মো. মোশারফ হো‌সেন, মো. মাসুদ রানা, সাইফুল ইসলাম, সা‌হেদ রানা, তু‌হিন নিজাম, নুর আলম শ‌রিফ, মো. বেলাল হো‌সেনসহ গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ অনুষ্ঠা‌নে উপস্থিত থে‌কে যায়যায়দিনের সফলতা কামনা করেন।


There is no ads to display, Please add some