রামগ‌ড়ে সাংবা‌দিক‌দের সা‌থে বিএন‌পির মত‌বি‌নি‌ময়


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন / ৫৪
রামগ‌ড়ে সাংবা‌দিক‌দের সা‌থে বিএন‌পির মত‌বি‌নি‌ময়

মোঃ মোজা‌ম্মেল হোসাইন,
খাগড়াছড়ি জেলা প্র‌তি‌নি‌ধি-

খাগড়াছড়ি জেলার রামগড় উপ‌জেলায় কর্ম‌রত বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেকট্র‌নিক্স মি‌ডিয়া‌র সংবাদকর্মী‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছে বাংলা‌দেশ জা‌তিয়তাবাদ‌ী দল (বিএন‌পি) এর রামগড় উপ‌জেলার নেতৃবৃন্দ।সভায় বর্তমান সম‌য়ে চলমান পরিস্থিতিতে উপ‌জেলার সা‌র্বিক প‌রি‌বেশ স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সাংবা‌দিক‌ নেতৃবৃন্দ পারস্পা‌রিক সহ‌যোগীতা কামনা ক‌রেন।

বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দি‌কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সভাপতি মো.হাফেজ আহম্মদ ভুইঁয়া সভায় সভাপতিত্ব ক‌রেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন ,রামগড় পৌর বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন। তি‌নি বলেন,বর্তমান প্রেক্ষাপটে রামগড়ের সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও ‌বি‌ভিন্ন সম্প্রদা‌য়ের মানু‌ষের মা‌ঝে সাম্প্রদায়িক স‌ম্প্রিতী বজায় রাখতে এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী-সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হামলা না করতে পারে। সেদিকে খেয়াল রাখতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ ভূইঁয়া উপজেলা ও পৌর বিএনপির সকল নেতৃবৃন্দকে সজাগ দৃ‌ষ্টি রাখ‌তে আহবান জা‌নি‌য়ে‌ছেন।এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.নুর হোসেন নুরু, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ মিঠু প্রমূখ।

এসময় বক্তারা আরও বলেন কেউ যদি ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো ধরনের অপরাধ বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ। রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সাংবাদিক শুভাশীষ দাস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন ও সাধারন সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।