মোঃ মোজাম্মেল হোসাইন
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি রামগড় স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী।
শুক্রবার(১২ জুলাই )সকাল এগারোটায় তিনি রামগড় স্থলবন্দর এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রকল্প পরিচালক সরোয়ার আলম ও রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। পরে তিনি স্থলবন্দরের নির্মিত ও নির্মানাধীন অবকাঠামো এবং মৈত্রী সেতুর বাংলাদেশের অংশ পায়ে হেটে পরিদর্শন করেন।
এ সময় তিনি কাজের গুনগতমান ও অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,আগস্ট মাসে ইমিগ্রেশন চালু করার প্রস্তুতি রয়েছে। ২০২৫ সালের জুন মাসে মধ্যেই বন্দরের কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে দ্রুত কাজ চলছে।এ বন্দর চালু হলে বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য যাতায়াতসহ এই এলাকার মানুষের আর্থিক উন্নয়ন ঘটবে ,কর্মসংস্থান হবে অনেকেরই।এছাড়াও তিনি সাংবাতিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এই সময় সাথে ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ইসমত জাহান তুহিন,রামগড় স্থলবন্দরের ইনচার্জ আমান উল্লাহ, থানার অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাশ,বিজিবির প্রতিনিধি ও স্থলবন্দরের অন্যান্য কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :