
স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে বাংলাদেশ। তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের বিধ্বংসী বোলিংয়ে সফরকারীদের পাত্তাই দেয়নি টাইগাররা। ৭৪ রানের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের শুরুটাই ছিল ভয়াবহ—মাত্র ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪) ফিরে যান সাজঘরে। চাপে পড়া বাংলাদেশকে কিছুটা স্থিতি দেন নাজমুল হোসেন শান্ত (৩২) ও তাওহীদ হৃদয় (৫১)। এই জুটি তৃতীয় উইকেটে যোগ করেন ৭১ রান।
তবে শান্ত ধীরগতির ইনিংস খেলে আউট হলে চাপে পড়ে যায় দল। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন (৪৬) ও হৃদয় মিলে লড়াই চালালেও বড় ইনিংস গড়তে পারেননি কেউই। শেষদিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস কিছুটা রানের গতি বাড়ায়। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের আগেই ২০৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল ছিলেন জেডেন সিলস, তিনি ৩ উইকেট নেন। রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস নেন ২টি করে উইকেট, খারি পিয়েরে ও রোমারিও শেফার্ড নেন ১টি করে।
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিন আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটাররা। ইনিংসজুড়েই দাপট দেখান রিশাদ হোসেন। নিখুঁত লেন্থে বল ঘুরিয়ে একে একে ধস নামান প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে। ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন এই লেগস্পিনার।
ওপেনার ব্র্যান্ডন কিং একমাত্র কিছুটা প্রতিরোধ গড়েন, করেন ৬০ বলে ৪৪ রান। বাকিদের মধ্যে আলিক আতানাজে (২৭) ও শাই হোপ (১৫) ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ছিলেন দুর্দান্ত। ১০ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন। আর মোস্তাফিজুর রহমান তুলে নেন ২ উইকেট ১৬ রানে।
শেষ পর্যন্ত ৩৯ ওভার টিকতে পেরে ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৭৪ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী সোমবার, একই ভেন্যুতে—মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
🗞️ বাংলাদেশের বোলিং সংক্ষিপ্ত স্কোর:
রিশাদ ৬/৩৫, মিরাজ ১/১৬, মোস্তাফিজ ২/১৬
🗞️ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস: ১৩৩ (৩৯ ওভারে, সব উইকেট হারিয়ে)
🗞️ বাংলাদেশের ইনিংস: ২০৭ (৪৯.৪ ওভারে)
ফলাফল: বাংলাদেশ জয়ী ৭৪ রানে
সিরিজ অবস্থা: বাংলাদেশ ১-০ এগিয়ে
আপনার মতামত লিখুন :