লড়াই করে যাবো


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ১০:১০ অপরাহ্ন / ৫৯
লড়াই করে যাবো

সুচিত্র গণ চৌধুরী

সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি,
সম্ভবতঃ যথাযথ আদর সোহাগ পাইনি।
অর্থ বিত্ত তেমন চোখে দেখিনি,
তাই ভালো লেখাপড়া হয়ে উঠেনি।
স্বভাবতই ভালো কর্ম সংস্থান হয়নি,
যা হয়েছে তাও যথাযথ হয়নি।
কাউকে কখনো দোষারোপ করতে চাইনা,
বিধাতার দান কখনো খণ্ডানো যায়না।
বুঝেছি অনটনই সব বিপত্তির মূল,
তদুপরি চলার পথে ছিল ভুল।
পদে পদে গুনতে হয়েছে মাশুল,
অপারগতা অক্ষমতা আমায় করে চক্ষুশূল।
অপারগতা অক্ষমতা কেউ বুঝতে চায়না,
দেয়া নেয়ায় কেউ ভালো পায়না।
নিরুপায় হয়ে সই নীরব যন্ত্রণা,
মাঝেমাঝে পেরিয়ে যায় সহ্যের সীমানা।
ঝিম কেটে দাঁত খটমটিয়ে থাকি,
অনাগত পথচলাও এমনই হবে কি?
ভাবি ধৈর্য্য সহকারে এগিয়ে যাবো
তবু মাঝামাঝে মনে মনে যুঁঝি
সুখ সবাই চায় এটাও বুঝি।
কিন্তু সময় কখনো দেয়নি সাথ,
বুঝিনা কি যে করেছি অপরাধ।
মনে মনে করেছি ঘোর পণ,
প্রাণান্ত করে করবো রণ।
মরতে হলে সংগ্রাম করে মরবো,
জীবনের হাল কখনো নাহি ছাড়বো।


There is no ads to display, Please add some