লালপুরে প্রসাধনী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৩, ১০:০৪ অপরাহ্ন / ৪৩৬
লালপুরে প্রসাধনী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

 

মেহেরুল ইসলাম মোহন নাটোর

নাটোরের লালপুরে বাজার তদারকি অভিযানে,
আমদানিকারকের স্টিকার না থাকায় নাজিম উদ্দিন নামের এক প্রসাধনী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করেছে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৩রা জানুযারী-২৩) দুপুরে লালপুর বাজারে নাটোর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে উক্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান,মঙ্গলবার দুপুরে লালপুর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকার না থাকায় জান্নাতুল এন্ড আলিফ কসমেটিকস এর মালিক নাজিম উদ্দিন কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


There is no ads to display, Please add some