লালমনিরহাটে গেন্দুগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে ২জন বাংলাদেশী আহত!


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২২, ৩:০৫ অপরাহ্ন / ৪২১
লালমনিরহাটে গেন্দুগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে ২জন বাংলাদেশী আহত!

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তে চোরাকারবারীর সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএসএফ এর গুলিতে ২জন বাংলাদেশী আহত হয়েছে।

এলাকাবাসী জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুগুড়ি ৯৮৮নং পিলারের ১নং সাব-পিলার সংলগ্ন ৬১বিজিবি ক্যাম্পের অধীনে এবং বিএসএফ এর ৭নং ক্যাম্পের সদস্যরা বাংলাদেশী সুজন (৩০) ও আব্দুল মজিদ (২৫) নামের ২জনকে গুলি করলে তারা ২জনেই গুলি বিদ্ধ হয়। এরা ২জনেই টংভাঙ্গা ইউনিয়নের টংভাঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গুলি বিদ্ধ ২জনকেই গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অপর একটি সূত্র জানান, আইনি জটিলতা এড়াতে আহত ২জন নিজেকে গোপন রাখতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করছেন।

৬১ বিজিবির অধিনায়ক এ বিষয়ে কিছুই জানেন না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।


There is no ads to display, Please add some