লালমনিরহাটে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিকের মাতা তহুরা ইসলাম


প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৭:২২ অপরাহ্ন / ৫৯৪
লালমনিরহাটে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিকের মাতা তহুরা ইসলাম

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের থানাপাড়াস্থ নিজ বাড়িতে সাংবাদিক তানজিমুল ইসলাম নয়ন-এঁর মাতা তহুরা ইসলাম (৬৮) স্টক জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ২পুত্র, ১কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরে শুক্রবার (২৩ ডিসেম্বর) বাদ জুম্মা কাজী কলোনী জামে মসজিদ ঈদগাহ্ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের পুত্র সাংবাদিক তানজিমুল ইসলাম নয়ন, সুমন প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাপটানা কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য যে, মরহুমা তহুরা ইসলাম লালম‌নিরহাট সরকারি উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রাক্তণ শিক্ষক মরহুম শ‌ফিকুল ইসলাম বাদশা স‌্যার-এঁর সহধর্মিণী ছিলেন।


There is no ads to display, Please add some