লালমনিরহাটে ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটির আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৩, ৮:৫২ অপরাহ্ন / ৪৮৩
লালমনিরহাটে ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটির আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে “যুদ্ধ নয় শান্তি চাই, শান্তময় বিশ্ব চাই” এই মূলমন্ত্রকে সামনে রেখে ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটি-এঁর আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে কো-কনভেনার ডিআইএস মোঃ মুরাদ চৌধুরী-এঁর আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ডিআইএস প্রেসিডেন্ট শাহ্ মোঃ ফেরদৌস আলম তমাল-এঁর সভাপতিত্বে এনামুল হক টিপু-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some