লালমনিরহাটে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২২, ২:৩২ অপরাহ্ন / ৪১৪
লালমনিরহাটে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী-এঁর সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান-এঁর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের সহ-অধ্যাপক মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী। বিশেষ আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) আব্দুল মজিদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মাখন লাল দাস, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল রায়, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্তসহ বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।