লালমনিরহাটে মাতৃ আরাধনা অঙ্গন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২২, ২:১৩ অপরাহ্ন / ৪৩৭
লালমনিরহাটে মাতৃ আরাধনা অঙ্গন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বৈদিক শান্তিমন্ত্র পাঠ ও উলুধ্বনির মধ্য দিয়ে মাতৃ আরাধনা অঙ্গন (সনাতন ধর্ম ও জীবন চর্চা কেন্দ্র) মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) শ্রী শ্রী দুর্গাদেবীর মহানবমীর সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের থানাপাড়াস্থ মাতৃ আরাধনা অঙ্গন (সনাতন ধর্ম ও জীবন চর্চা কেন্দ্র) মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ মতিয়ার রহমান।

মাতৃ আরাধনা অঙ্গনের কুলরমনীগণের পুস্প বৃষ্টি বর্ষণ, মুহুর্মুহু করতালি ও উলুধ্বনিতে মাতৃ আরাধনা অঙ্গন মুখরিত হয়ে ওঠে।

পবিত্র গায়ত্রী মন্ত্র পাঠ করেন শ্রী হারাধন চক্রবর্তী। বৈদিক শান্তি মন্ত্র পাঠ করেন কবি, বাউল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিশিকান্ত রায়। উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, মাতৃ আরাধনা মন্দিরের সভাপতি অঞ্জলী সরকার, সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মণ, লালমনিরহাট দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আবু জাহেদ ভুট্টু, কবি, প্রাবন্ধিক সুশান্ত কুমার রায়, মন্দিরের কোষাধ্যক্ষ বলাই চন্দ্র পাল, সহ-সভাপতি কামাক্ষা চরণ রায়, দুলালী চ্যাটার্জী, পদ্মারায়, মুক্তি চাটার্জী, পপি সাহা, মুকুল রায়, কনক রায়, কমল রায়, উত্তম রায়, গৌতম সরকার, দীপক রায়, গল্পকার শুভ্র শোভন রায় অর্ক, জয় পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some