লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২২-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২২, ৮:৫৮ অপরাহ্ন / ৩৬৮
লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২২-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২২-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মনতা ইভেন্ট ম্যানেজেমেন্ট দিনাজপুরের সার্বিক তত্ত্বাবধানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেন এমপি। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোড়ল হুমায়ুন কবীর, সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, পরিচালক সাখাওয়াত হোসেন, আলী হাসান নয়নসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some