ডেস্ক রিপোর্ট :
লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে এসপানিওলের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে টানা পঞ্চম জয় উদযাপন করল কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে অপরাজিত অভিযাত্রা আরও শক্ত করল স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে এসপানিওল। তবে ২২তম মিনিটে এদার মিলিতাওর অসাধারণ একক নৈপুণ্যে ভাঙে তাদের প্রতিরক্ষা। প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৪৮তম মিনিটে প্রতিপক্ষের ঢিলেঢালা রক্ষণভাগের সুযোগ নিয়ে ভিনিসিউস জুনিয়রের নিখুঁত পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বক্সের প্রান্তে ফাঁকা জায়গা থেকে নেওয়া তার জোরালো শট জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে বার্নাব্যু। এটি এমবাপ্পের চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে সপ্তম গোল।
শেষ সময়ে দর্শকদের বাড়তি আনন্দ দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। কাঁধের অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতিতে থাকা এই তরুণ খেলোয়াড় ৮৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে মৌসুমের প্রথম ম্যাচে অংশ নেন।
অন্যদিকে, এই হারে থেমে গেল এসপানিওলের টানা ভালো শুরু। এর আগে তারা টানা তিন জয় ও একটি ড্রয়ে অপরাজিত ছিল।
লা লিগার পয়েন্ট তালিকায় এই জয়ের সুবাদে শীর্ষ অবস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ, অপরাজিত থাকার ধারাও অব্যাহত রাখল তারা।
আপনার মতামত লিখুন :