[gtranslate]

শতবর্ষী পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন, পুলিশের বাধা


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন / ৪২
শতবর্ষী পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন, পুলিশের বাধা

আলী হোসেন, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১ নম্বর বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামে শতবর্ষী ঐতিহ্যবাহী একটি পুকুর ভরাটের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। তবে এ মানববন্ধনে পুলিশ বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২ নভেম্বর) বিকেলে এলাকাবাসীর উদ্যোগে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে পুলিশের বাধার মুখে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, পুলিশ মানববন্ধন ভাঙার চেষ্টা করলে অংশগ্রহণকারীদের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা “পুকুর বাঁচাও, পরিবেশ বাঁচাও” স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে।

এর আগে মানববন্ধনে বক্তব্য দেন জুরু মিয়া, হারুন মিয়া, হিরন মিয়া ও এমরানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, শত বছর ধরে এই পুকুরটি এলাকাবাসীর গোসল, ওজু ও নিত্যপ্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে। এটি ভরাট হয়ে গেলে স্থানীয়দের দৈনন্দিন জীবনে ভোগান্তি সৃষ্টি হবে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তারা অবিলম্বে পুকুর ভরাট বন্ধ ও ঐতিহ্যবাহী জলাশয় সংরক্ষণের দাবি জানান। একই সঙ্গে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এদিকে, মানববন্ধনে বাধা দেওয়ার বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।