শহীদ হালিম -লিয়াকত স্মৃতিবৃত্তি পেলো ৬০ শিক্ষার্থী।


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ২:১৮ অপরাহ্ন / ১২৭
শহীদ হালিম -লিয়াকত স্মৃতিবৃত্তি পেলো ৬০ শিক্ষার্থী।

 

মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি:-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ হালিম -লিয়াকত স্মৃতিবৃত্ত পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়াম হল রুমে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাঘাইছড়ি উপজেলা শাখা এর আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ এর বাঘাইছড়ি উপজেলা প্রতিষ্ঠাতা সভাপতি সাহ্জাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচালং সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সঞ্চয়লনায় ছিলেন বাঘাইছড়ি উপজেলা স্মৃতি বৃত্তি পরিচালনা সমন্বয়ক মোঃ আব্দুল জলিল।

বিশেষ অতিথি কাচালং বাজার জামে মসজিদের খতিব ও ক্বিরাতুল কোরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা,পরিচালক, মুহাম্মদ কাউছার উদ্দিন নুরী,পাকুজ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মোঃ নাঈম উদ্দিন, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

এসময়ে শহীদ হালিম -লিয়াকত স্মৃতিবৃত্ত পরিক্ষায় উত্তীর্ণ বাঘাইছড়ি উপজেলার মোট ৬০ জন ‘শিক্ষার্থীকে সনদ বিতরণ ও পুরস্কৃত করা হয়।