শান্তিগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ২:০১ অপরাহ্ন / ২৫
শান্তিগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান ক্ষেতের ডোবা থেকে অজ্ঞাত(৫৫) বছর বয়সী ব্যক্তি লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরের ধান ক্ষেতের একটি ডোবা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়৷

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরে জমির মালিক নুর হোসেন(৫০) তার ধান ক্ষেতে পরিদর্শন কর‍তে গেলে জমির মধ্যস্থ ছোট ডোবায় একটি অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবহিত করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন এবং স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাতনামা লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।